শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

আরব আমিরাতে পহেলা বৈশাখ উৎযাপনে হাজারো বাঙালির মিলনমেলা

মাহাফুজুল হক চৌধুরী, আবুদাবি থেকে
  ২০ এপ্রিল ২০২৫, ২৩:৪৭

প্রতিবছরের ন্যায় এইবারও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পালন করা হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। শনিবার আবুদাবিতে অবস্থিত বাংলাদেশ স্কুলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ দূতাবাস। 

স্থানীয় সময় সকাল ১০টায় আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি  তারেক আহমেদ ফিতা কেটে অনুষ্ঠানের উদ্ভোদন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাই কাউন্সিল জেনারেল মোঃ রাশেদুজ্জামান ও আরমেনিয়া, জর্জিয়া, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দল। 

পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশ স্কুলের ভেতরে ও বাহিরে ২০-৩০টি স্টলের আয়োজন করেন। খাবারের দোকান, বাংলাদেশের হস্তশিল্প পণ্য, কাপড়ের দোকান, ও দেশের যাবতীয় নানান পিঠাপুলির দোকান বসানো হয়। স্টলগুলি নির্দিষ্ট মূল্যে স্কুল কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়েছেন ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠকরা। স্টল সম্পর্কে দোকান মালিকরা বলেন, আমরা বাংলাদেশের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে প্রবাসে তা ধরে রাখার জন্য ও বছরে এরকম একটি মিলনমেলাকে
স্বতঃস্ফূর্ত করার জন্য এখানে স্টল ভাড়া নিয়েছি।
লাভের আশায় বা ব্যবসা করার জন্য নয়।

সকাল থেকে প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করে অনুষ্ঠানে, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ রাষ্ট্রদূত তারেক আহমেদ সকাল থেকে অনুষ্ঠান শেষ পর্যন্ত উপস্থিতি ছিলেন, তিনি  বক্তব্যে বলেন— বাংলাদেশ হল একটি অসম্প্রদায়িক ও বৈষম্যহীন রাষ্ট্র। সেটিকে আরো শক্তিশালী করতে পহেলা বৈশাখের মত আয়োজনের কোন বিকল্প নেই। অনুষ্ঠানে আসা বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীদেরকে তিনি নাচ গান ও অভিনয়ে উৎসাহ দেন। 

অনুষ্ঠানে আসা প্রবাসীরা জানান, বাংলাদেশ হল আমাদের মাতৃভূমি আর আরব আমিরাত হল সেকেন্ড হোম। এখানে বাংলাদেশের নানান সংস্কৃতি পালন করার মাধ্যমে বাংলাদেশিদের যে একটা মিলনমেলা হয় সবাই পরিবার পরিজন নিয়ে আসে এই মিলনমেলাকে উপভোগ করার মাধ্যমে আমরা নিজের দেশ ও পরিবারের অভাববোধ কিছুটা
দূর করতে পারি।

মন্তব্য করুন