মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩২

বই প্রকাশের ক্ষেত্রে সেন্সরশিপের প্রশ্নই আসে না: ফারুকী

নিজস্ব প্রতিবেদক
  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও ঢালিউড নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা করার প্রশ্নই আসে না। কারণ বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না।

গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন ঢালিউড নির্মাতা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের স্পিরিটের ওপর দাঁড়িয়ে আছে। এই স্পিরিটের অন্যতম হচ্ছে— মতপ্রকাশের স্বাধীনতা। ফলে বই ছাপার আগে পুলিশ বা অন্য কারও নিরীক্ষা করার প্রশ্নই আসে না। যে পুলিশ কর্মকর্তার বরাতে এটি গতকাল থেকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে, তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানান এ উপদেষ্টা।

সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, সব রকম বিভ্রান্তি দূর করার জন্য বলে রাখা ভালো— বই প্রকাশের ক্ষেত্রে কোনো সেন্সরশিপের প্রশ্নই আসে না। সরকার মতপ্রকাশ ও লেখার স্বাধীনতায় পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ফারুকী।

মন্তব্য করুন