শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

মনের মতো কাজ পাচ্ছেন না পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  ১১ জুলাই ২০২৫, ১৩:১৬
ছবি-সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন। বর্তমানে অভিনয়ে অনিয়মিত তিনি। তবে টিভির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক লাইভ অনুষ্ঠান উপস্থাপনায় দেখা যায় তাকে। 

এ ছাড়া কাজ করছেন রিয়েলিটি শোয়ের বিচারক হিসাবে। আজ এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনের কী পরিকল্পনা ও বর্তমান ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।

বিশেষ দিনটি কীভাবে উদ্যাপন করছেন। কোনো পরিকল্পনা রয়েছে কি?

পূর্ণিমা: জন্মদিন বা বিশেষ দিনগুলো আমাকে খুব বেশি টানে না। তাই কখনোই বড় করে কোনো পরিকল্পনাও থাকে না। সাদামাটাভাবেই কাটে এসব দিন। এ জন্মদিনে ঢাকার বাইরে থাকব আমি, তাই তেমন কোনো আয়োজন নেই। তারপরও পরিবারের সদস্যদের কাছ থেকে এ দিনে বিভিন্ন সারপ্রাইজ পাই। যা আমাকে অনেক আনন্দ দেয়। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

পূর্ণিমা: একটি রান্নাবিষয়ক রিয়েলিটি শোয়ের প্রধান বিচারক হিসাবে দায়িত্ব পালন করছি। এখানে দেশসেরা রন্ধনশিল্পীরা অংশগ্রহণ করেছেন। কয়েক মাস আগে থেকেই অনুষ্ঠানটি শুরু হয়েছে। আগামীতে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। বলা যায়, আপাতত এটি নিয়েই ব্যস্ততা।

নায়িকা হয়ে রান্নার অনুষ্ঠানের বিচারক কেন হলেন?

পূর্ণিমা: আমি এর আগেও অনেক অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেছি। এবার রান্নার অনুষ্ঠানে এলাম। বেশ উপভোগ করছি। এখানে রন্ধনশিল্পীরা তাদের শ্রেষ্ঠত্বের লড়াই দেখাচ্ছেন। এটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা। আশা করছি, এখান থেকে অনেক প্রতিভাবান রন্ধনশিল্পী বের হয়ে আসবেন।

অনেকদিন অভিনয়ে নেই। এর কারণ কী?

পূর্ণিমা: কাজ করতে ইচ্ছা থাকলেও করা হয় না। কারণ আছে অনেক। তবে এর মধ্যে একটি হচ্ছে, মনের মতো কাজ পাচ্ছি না। যেগুলোর প্রস্তাব আসে তা পছন্দ হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে অনেক কাজ করার চেয়ে ভালো কাজ করাটা বেশি জরুরি। মানসম্মত গল্প ও চরিত্রের অপেক্ষায় আছি। ভালো কিছু পেলে অবশ্যই অভিনয় করব। তখন আপনারা জানতে পারবেন। তবে আপাতত অভিনয় নিয়ে কোনো ব্যস্ততা নেই।

প্রস্তাব আসছে কি?

পূর্ণিমা: হ্যাঁ, প্রস্তাব অনেকই আসছে। কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নেইনি। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব। হুটহাট কোনো কাজ করতে চাই না। আমি বেছে বেছে কাজ করছি এখন। আমার কাজ দেখলেই সেটা পরিষ্কার। প্রতি দশকে ইন্ডাস্ট্রির পরিবর্তন ঘটে। নব্বই দশকের শেষ দিকে আমার শুরু। শূন্য দশকে যেমন সিনেমা হতো, পরের দশকে কিন্তু পুরোটাই বদলে গিয়েছিল। আর এখন তো বুঝতেই পারছেন কোন ধরনের সিনেমা হচ্ছে। তাই হুটহাট সিদ্ধান্ত না নিয়ে, একটু সময় নিতে চাই।

আপনার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আহারে জীবন’ থেকে কেমন সাড়া পেয়েছিলেন?

পূর্ণিমা: এটি গত বছরের ঈদে মুক্তি পায়। তবে প্রেক্ষাগৃহে সেভাবে সুবিধা করতে না পারলেও, পরে ইউটিউবে মুক্তির পর বেশ সাড়া পাচ্ছি। সিনেমাটি দেখে অনেকেই মেসেজ করেছেন। করোনাকালীন ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে এটি নির্মিত হয়েছে। কি ভয়াবহ সময় কাটিয়েছিলাম আমরা সে সময়। সিনেমাটি দেখার পর ওই সময়টা নতুন করে সবাই উপলব্ধি করছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি দলিল হয়ে থাকবে। মুক্তির সময় সঠিক প্রচার-প্রচারণা হয়নি বলেই হয়তো দর্শকের কাছে পৌঁছায়নি।
 

মন্তব্য করুন