সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ডিভোর্সের পথে সৃজিত-মিথিলা

বিনোদন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৪
ছবি- সংগৃহীত

মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চর্চা হচ্ছে। চর্চার বিষয়বস্তু তার দ্বিতীয় সংসারের বিচ্ছেদ নিয়ে! ভালোবেসে বিয়ে করেছিলেন দেশের জনপ্রিয় গায়ক তাহসানকে। সেই সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে তার। কিন্তু ২০১৭ সালে তাহসানের সঙ্গে প্রথম সংসারের ইতি টানেন এ অভিনেত্রী।

এরপর নাট্যনির্মাতা ইফতেখার ফাহমীর সঙ্গে তার মন দেওয়া নেওয়া হয়। কিন্তু সেটা বিয়ে পর্যন্ত গড়ায়নি। সর্বশেষ ভালোবেসে বিয়ে করেন ভারতের কলকাতার চিত্রপরিচালক সৃজিত মুখার্জিকে। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে সে সংসারও নাকি নড়বড়ে। বিচ্ছেদের পথেই হাঁটছেন এ অভিনেত্রী। ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। দিনটি ঘিরে নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এ নির্মাতা। তবে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি।

আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। যদিও বেশ কয়েক দিন ধরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রেখেছেন মিথিলা। তবে এমন গুঞ্জন নিয়ে কোনো রকম মন্তব্য করতে রাজি নন তিনি। বছর চারেক আগে বিয়ে করে মেয়ে আইরাকে (তাহসান কন্যা) নিয়ে কলকাতাতেই সৃজিতের সঙ্গে থিতু হয়েছিলেন মিথিলা। কিন্তু বছরখানেক দেশে ফিরেন। 

মেয়েকে ভর্তি করিয়েছেন বাংলাদেশের এক স্কুলে। এখানেই নানাবাড়িতে বড় হচ্ছে সে। কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া, কখনো ইউরোপে থাকেন মিথিলা।

সময়-সুযোগ পেলে স্বল্পদিনের জন্য ফেরেন কলকাতায়। দুজনের এ দূরত্বের কারণেই সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে ফিসফিসানির শেষ নেই। মাঝে মধ্যেই শোনা যায়, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। দূরত্বের এ সম্পর্ক টিকিয়ে রাখতে চান দুজনই।

মন্তব্য করুন