ছোটপর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রে কাজ করেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি ছোটপর্দায় ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন। এটাই ছিল তার প্রথম টিভি নাটক। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন অভিনেত্রী।
ভাবনা ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার ক্যারিয়ার শুরু করেন। এ ছাড়া তিনি একজন পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী হিসাবেও পরিচিত।
অভিনয়ের পাশাপাশি ভাবনা নিয়মিতই সামাজিক মাধ্যমে সরব থাকেন। মাঝে মধ্যে ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেন। তাদের জানান দেন তার দিনযাপনের খবর। এবার নো মেকআপ লুকে ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিলেন অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে ভালোবাসার ইমোজি সঙ্গে জুড়ে দিয়ে ক্যাপশনে ভাবনা লিখেছেন— ‘মেকআপ নেই, ফিল্টারও না। আমি যেমন, তেমনই আমি।’
অভিনেত্রীর সেই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— আমার ভালোলাগার মতো একজন অভিনেত্রী। আরেক নেটিজেন লিখেছেন— মাশাআল্লাহ খুব মিষ্টি লাগছে।
এর আগে গত ১১ জুলাই সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে ভক্ত-অনুরাগীদের মাছে ধরা দিয়েছিলেন ভাবনা। ক্যাপশনে লিখেছিলেন— আকাশের ভারি মেঘ যেমন হালকা হয় একটু বৃষ্টি হলে, তেমনি ভারাক্রান্ত মনও হালকা হয় অল্প কিছু অশ্রু ঝরালে।
ভাবনার সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। তার সেই নতুন ছবিগুলো বেশ পছন্দ করেন ভক্ত-অনুসারীরা। অভিনেত্রীর সুইমিংপুলে নানা ভঙ্গিতে তোলা ছবি দেখে ভক্তরা আপ্লুত হন। অনেক ভক্তই তার লুকের প্রশংসা করেন। এ ছবিগুলো কোথায় তোলা হয়েছিল, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবেই গ্রুপকাণ্ডে আওয়ামী লীগের সমর্থন জানার কারণে জনগণের তোপের মুখে পড়েছিলেন ভাবনা। এরপর থেকে বিতর্ক যেন তার পিছু ছাড়েনি। হাসিনা দেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর অভিনেত্রীও গা ঢাকা দেন। সেই সঙ্গে সামাজিক মাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি। তবে সম্প্রতি সময়ে আবারও সরব হতে দেখা গেছে তাকে।
মন্তব্য করুন