শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

খেলা দেখা ছেড়ে দিয়েছি: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক
  ২২ মে ২০২৫, ২৩:৫১
ছবি-সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয় কমিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বর্তমান সময়ের সব ইস্যুতেই নিজের মতামত তুলে ধরেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে বৃহস্পতিবার একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী।

ফারিয়া লিখেছেন, দেখলেন? বিশ্বাস তো করেন নাই তখন, আমি আসলেই খেলা দেখা ছেড়ে দিসি! বাংলাদেশ টিমের এমন ‘দুর্দান্ত’ পারফরম্যান্সের পরও আমি এবার ক্রিকেট নিয়ে কোন স্ট্যাটাস দেই নাই! এখন আমি আগের চেয়ে অনেক সুখী!

অভিনেত্রীর এ পোস্টে মন্তব্য করে সহমত জানাচ্ছেন অনেক অনুরাগী। অধিকাংশ অনুরাগীর একই বক্তব্য। তারাও খেলা দেখা ছেড়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। একজন লিখেছেন, ‘বিগত এক বছর আগে ছেড়ে দিয়েছি আপা।’

আরেকজন লিখেছেন, ঠিক বলেছেন। এ বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। আরেকজন লিখেছেন, বাংলাদেশের খেলা দেখে আমি ডিপ্রেশনে চলে যাই। তাই বলা যায় খেলা দেখা ছেড়েই দিয়েছি।

কিছু নেটিজেনকে আবার ‘মায়ের দোয়া ক্রিকেট টিম’ বলে তিরস্কারও করতে দেখা যায় ক্রিকেট দলকে।

আরব আমিরাতের সঙ্গে অনুষ্ঠিত সিরিজে হেরে লজ্জায় ডুবেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম ম্যাচে জয় দিয়ে সিরিজ শুরু করলেও শেষরক্ষা হলো না বাংলাদেশের। 

দ্বিতীয় ম্যাচে দুই শর বেশি রান করেও হেরে যায় টাইগাররা, আর তৃতীয় ম্যাচে ৭ উইকেটে সিরিজই হাতছাড়া হলো লিটন দাসের দলের। এ নিয়ে এক বছরের মধ্যে দ্বিতীয়বার আইসিসির সহযোগী সদস্য দেশের কাছে সিরিজ হারল বাংলাদেশ।

২০২৪ সালের এ একই দিনে (২১ মে) যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল টাইগাররা। এবার সেই হতাশার পুনরাবৃত্তি ঘটল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

মন্তব্য করুন