শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

রাকসু নির্বাচন জুনের তৃতীয় সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে রোডম্যাপে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রণীত রোডম্যাপ অনুযায়ী ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীরা অনলাইনে রাকসু বিধিমালার খসড়া সংশোধনী সম্পর্কে পরামর্শ ও মতামত দিতে পারবেন। ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও নির্বাচনের আচরণবিধি চূড়ান্ত করে প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৮ এপ্রিল। এ ছাড়া ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি জানানো যাবে।

আরও বলা হয়, ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোয়নপত্র বিতরণ ১৫ মে থেকে শুরু হয়ে দাখিলের শেষ সময় ১৯ মে পর্যন্ত। ২০ মে মনোনয়নপত্র নিরীক্ষা ও বাছাই করা হবে। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ২২ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। এরপর ২৭ মে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনের ভোট গ্রহণ হবে জুন মাসের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাকসু বিধিমালার খসড়া অনলাইনে প্রকাশের তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। এছাড়া নির্বাচন পরিচালনার জন্য গঠিতব্য কমিশন/কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে।

মন্তব্য করুন