শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেল ছিনতাই করতেই শাহরিয়ারকে খুন

নিজস্ব প্রতিবেদক
  ১৯ মার্চ ২০২৫, ১৩:২২
ছবি-সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে সাহেল শাহরিয়ার নামে এক যুবক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে না পারলেও পুলিশের ধারণা, টাকা ও মোটরসাইকেল ছিনতাই করতেই তাকে খুন করা হয়েছে।

ভোর ৫টার দিকে উপজেলার রাধানগর বাজারের পাশে এ ঘটনা ঘটে। সাহেল (২০) উপজেলার পশ্চিম আলিরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মোটরসাইকেল করে গোয়াইনঘাট থেকে জাফলংয়ে যাওয়ার পথে দুষ্কৃতিকারীদের কবলে পড়ি শাহরিয়ার। এ সময় তাকে আঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে তার মোটরসাইকেল ও নগদ টাকা নিয়ে ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে।’

তিনি বলেন, ‘ছিনতাই নাকি পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’

মন্তব্য করুন