শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাংবাদিক  বিশাল 

বিনোদন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২২, ১৩:০১
ওমর ফারুক বিশাল

সাংবাদিক, গীতিকার ও বাচসাস সদস্য ওমর ফারুক বিশাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিক নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাতো ভাই মামুন।

মামুন জানান, ‘এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। মোটরসাইকেলের পেছনে বসে ছিলেন তিনি। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়েছে।’

বিশাল সাংবাদিকতার পাশাপাশি গান লেখা ও সুর করতেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাসের সদস্য ছিলেন। বিশালের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বাচসাস। 

মন্তব্য করুন