কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ২৮ শিক্ষককে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় ও গুরুজন সম্মাননা জানিয়েছেন সাবেক শিক্ষার্থীরা।
শনিবার (৫ জুলাই) বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী নানা আয়োজন শেষে এ সম্মাননা জানানো হয়।
বিদায় অনুষ্ঠানের ডিসপ্লেতে গ্রামের প্রামাণ্য চিত্র ও ডকুমেন্টরি দেখানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
যৌথ পরিচালনা করেন সাবেক ছাত্র আল আমিন, প্রভাষক ইমাম হোসেন, অ্যাডভোকেট জাকারিয়া ইউনুস ও প্রভাষক আব্দুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান, বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ আবু তাহের।
এতে স্বাগত বক্তব্য রাখেন- অ্যাডভোকেট নাজমুল হুদা সোহাগ। বক্তব্য রাখেন- বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও বাকশীমূল ইসলামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস স্বপন, দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বাকশীমূল উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম।
প্রতিষ্ঠানের সাবেক ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- কবির হোসেন (প্রধান শিক্ষক), ইমাম হোসেন (প্রভাষক), আল- আমিন (সাবেক শিক্ষার্থী), গুরুজন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন লায়লা নূর চৌধুরী, দিলিপ চন্দ্র মজুমদার।
অবসরপ্রাপ্ত যেসব শিক্ষককে বিদায় দেওয়া হয়েছে তারা সবাই বাকশীমূল উচ্চ বিদ্যালয়, বাকশীমূল ইসালামিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা ও সব প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। তারা দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়েছেন শিক্ষার আলো।
মন্তব্য করুন