গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার এএসআই আলমগীর হোসেন সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন। বুধবার রাতে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- কাপাসিয়া থানার এসআই মনিরুল ইসলাম, এএসআই আলমগীর হোসেন সিদ্দিকী, আনসার মো. মনিরুজ্জামান ও মো. লিটন।
মামলা সূত্রে জানা যায়, বুধবার রাতে থানা পুলিশের একটি দল উপজেলার সৈয়দপুর গ্রামের আসামি মো. মেজবাহ উদ্দিনের ছেলে আল আমীনকে তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করে।
তাকে নিয়ে আসার সময় তার স্বজন ও সহযোগীরা ধারালো দা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের এলোপাতাড়ি আঘাতে চার পুলিশ সদস্য আহত হন। পরে গুরুতর আহত এসআই মনিরুল ইসলাম ও বিশেষ আনসার মনিরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে এ ঘটনায় বৃহস্পতিবার এএসআই আলমগীর হোসেন সিদ্দিকী বাদী হয়ে মেজবাহ উদ্দিনের পাঁচ ছেলে, এক মেয়ে, স্ত্রী ও দুই পুত্রবধূসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এ পর্যন্ত ৪ নারী ও এক পুরুষসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, এ হামলার ঘটনায় জড়িত ৫ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য করুন