বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রবাহ বাংলা নিউজ
  ১৪ জুলাই ২০২৪, ০৮:৩৬

 সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১৩ জুলাই শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করে প্রতিষ্ঠানটি। বিকেলে সাহিত্য একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ছাড়াও কবিতা পাঠ এবং কেক উদ্যাপনের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন একাডেমির প্রতিষ্ঠাকালীন প্রধান সম্পাদক ও সাবেক মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত।
সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সামীম আহমেদ খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাহিত্য একাডেমির অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য ও প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপ-কমিটির আহ্বায়ক, সব্যসাচী লেখক ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, সাংস্কৃতিক সংগঠক শরীফ  চৌধুরী, চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গনি, সাংবাদিক-কবি-লেখক কাদের পলাশ, মাইনুল ইসলাম মানিক, জাহাঙ্গীর হোসেন ও জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন কবি ও লেখক মুহাম্মদ হানিফ, কাজী আশরাফুজ্জান রাসেল, খোকন চন্দ্র মজুমদার ও মুক্তা পীযূষ।
অনুষ্ঠানে চাঁদপুরের সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন