শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২
শাড়ি পরে বুবলীর ফটোশুট

প্রবাহ বাংলা ডেস্ক

  ০১ এপ্রিল ২০২৫, ১৪:০৬| GMT +6

সাদা রঙের কোটা শাড়িটিকে প্রথমে ল্যাভেন্ডার রং দিয়ে ডাই করা হয়েছে, মডেল হয়েছেন অভিনেত্রী শবনম

পাড়ে চওড়া করে দেওয়া হয়েছে নানা রঙের ব্লক প্রিন্ট। এই মোটিফের ব্লক বানানো হয়েছে আলাদা করে। ব্লক প্রিন্টের চারপাশে সিলভার জরি দিয়ে আউটলাইন করা হয়েছে মডেল হয়েছেন, অভিনেত্রী শবনম বুবলী

শাড়িটির চারপাশ ঘুরে গেছে চিকন লেস। দুপুরের জন্য আদর্শ সাজ। চোখে টানা হয়েছে আইলাইনার। এক পাশে সিঁথি করে খোঁপা করা

হালকা বাদামি রঙের মসলিন বা র সিল্কের শাড়িতে স্ক্রিন প্রিন্ট করা হয়েছে। এর ওপর কারচুপি হাতের কাজ। আঁচলে যুক্ত করা হয়েছে ট্যাসেল, মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী

রাতের যেকোনো দাওয়াতের জন্য এ ধরনের শাড়ি মানানসই, মডেল হয়েছেন অভিনেত্রী শবনম বুবলী

মন্তব্য করুন