বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (গতকাল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক চারটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনগুলিতে স্বাক্ষর করেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। বাধ্যতামূলক অবসরে যাওয়া চার কর্মকর্তারা হলেন:
ডিআইজি আতিকা ইসলাম (ঢাকা রেঞ্জে সংযুক্ত),
ডিআইজি মো. মাহবুব আলম (রেলওয়ে পুলিশ, ঢাকা),
ডিআইজি মো. মনির হোসেন (শিল্পাঞ্চল পুলিশ), এবং
ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম (পুলিশ টেলিকম, ঢাকা)।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ‘জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসর-জনিত সব সুবিধা পাবেন। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকার পতন করার পর থেকে এ পর্যন্ত প্রায় ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন