রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

লঞ্চ থেকে প্রেমিক জুটির লাশ উদ্ধার

প্রবাহ বাংলা নিউজ
  ০৩ আগস্ট ২০২৪, ০৯:০৮

 বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া এমভি ময়ুর-৭-এর কেবিন থেকে আনোয়ার হোসেন (২৮) ও রোজিনা নামে প্রেমিক জুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২ আগস্ট) সকালে ঢাকা সদরঘাটে এই ঘটনা ঘটে। আনোয়ার হোসেনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
এমভি ময়ুরের সুপারভাইজার আজগর হোসেন জানান, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ময়ুর-৭ লঞ্চটি ঢাকা সদরঘাটে ভিড়ার পর সকল যাত্রী নামলেও একটি কেবিনের দরজা বন্ধ ছিলো এবং ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিলো না। পরে লঞ্চের লোকজন সদরঘাট থানা পুলিশকে সংবাদ দিলে তারা এসে কেবিনের দরজা ভেঙ্গে একজন পুরুষ ও নারীর লাশ উদ্ধার করে। তবে লঞ্চে থাকা লোকজনের ভাষ্যমতে তারা প্রেমিক জুটি ছিলো বলে শোনা গেছে।
বিস্তারিত জানতে এমভি ময়ুরের ম্যানেজার মোঃ সাঈদকে ক’বার মুঠোফোনে কল করলেও তিনি ধরেননি।
সদরঘাট থানার ওসি আবুল কালাম জানান, লঞ্চ কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ এসে লঞ্চের কেবিনের দরজা ভেঙ্গে ভেতরে থেকে আনোয়ার হোসেনের ঝুলন্ত ও রোজিনার গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে। আনোয়ারের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ভোটাল গ্রামে এবং রোজিনার বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
আনোয়ার হোসেনের চাচা সালেহ আহমেদ জানান, তার ভাই হাফেজ অলি উল্লাহর ছেলে আনোয়ার হোসেন। সে রাজবাড়ি জেলার একটি মাদ্রাসায় চাকুরি করার পাশাপাশি ওই এলাকার মসজিদে ইমামমতি করতো। সে এক ভাই ও ৫ বোনের মধ্যে সকলের বড়। পুলিশের মাধ্যমে তিনি ভাতিজার মৃত্যুর সংবাদ পেয়েছেন।

মন্তব্য করুন