শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝি জেল হাজতে

প্রবাহ বাংলা নিউজ
  ৩০ জুলাই ২০২৪, ০৮:৫২

চাঁদপুর শহরের পুরাণবাজারের আলোচিত আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝির জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে সজীব মাঝি আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়। এদিকে এই হত্যা মামলায় মহামান্য হাইকোর্ট থেকে ৩ সপ্তাহের আগাম জামিনে ছিলেন সজীব মাঝি। গত ১১ জুন এলাকায় আধিপত্য বিস্তার ও উপজেলা পরিষদের নির্বাচন-পরবর্তী সহিংসতায় পুরাণবাজারের নিতাইগঞ্জ ও মেরকাটিজ রোড এলাকার দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় অটোরিকশা চালক আল-আমিন খান। এছাড়া তিন পুলিশ কর্মকর্তাসহ প্রায় ৩০ জন আহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আবদুল মজিদ খানের দায়ের করা মামলার এজাহারে পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, তার বড় ছেলে রাকিব মাঝি ও সজীব মাঝিসহ ২৮ জনের নাম উল্লেখ করা হয়।
এদিকে আল-আমিন হত্যাকাণ্ডের প্রধান আসামী সজীব মাঝিকে জেল হাজতে প্রেরণ করায় নিহতের পিতা আবদুল মজিদ খান শোকরিয়া জ্ঞাপন করেছেন এবং বাকি আসামিদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সন্তান হত্যার বিচার চেয়েছেন তিনি।

মন্তব্য করুন