শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

পুরোনো মোটরসাইকেল কেনার আগে করণীয়

আইটি ডেস্ক
  ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:০২

সেকেন্ড হ্যান্ড বাইক কেনা অনেক সময়ই বাজেট-বান্ধব এবং সুবিধাজনক হতে পারে। তবে পুরোনো বাইক কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি, নাহলে আর্থিক ক্ষতির পাশাপাশি ভবিষ্যতে ভোগান্তির শিকার হতে পারেন। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা উচিত তা জেনে নিন-

বাইকের কাগজপত্র যাচাই করুন
বাইকের কাগজপত্র সঠিক এবং হালনাগাদ আছে কিনা তা নিশ্চিত করুন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাইকটির নাম এবং মালিকানা সঠিক কি না। বাইকটি বীমা-কভারেজের আওতায় রয়েছে কি না। ট্যাক্স টোকেন ও ফিটনেস সার্টিফিকেটগুলো বৈধ ও মেয়াদোত্তীর্ণ নয় কি না। যদি কাগজপত্রে কোনো ত্রুটি থাকে, তাহলে ভবিষ্যতে আইনগত ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকে।

ইঞ্জিনের অবস্থা পরীক্ষা করুন
বাইকের ইঞ্জিন তার হার্ট বা প্রাণ। তাই ইঞ্জিন ঠিকঠাক কাজ করছে কি না তা ভালোভাবে পরীক্ষা করুন। যেমন- ইঞ্জিন চালু করলে কোনো অস্বাভাবিক শব্দ হয় কি না। অয়েল লিকেজ আছে কি না। বাইক তাপমাত্রায় অতিরিক্ত গরম হয় কি না। বিশেষজ্ঞ কাউকে সঙ্গে নিয়ে বাইক পরীক্ষা করলে ইঞ্জিন সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে।

বাইকের সামগ্রিক অবস্থা মূল্যায়ন করুন
বাইকের বাহ্যিক অবস্থাও গুরুত্বপূর্ণ। চাকার টায়ার ও তাদের গ্রিপ ঠিক আছে কি না। ব্রেক সিস্টেম কার্যকর কি না। লাইট, হর্ন, এবং অন্যান্য ইলেকট্রিকাল পার্টস ঠিকঠাক কাজ করছে কি না। বাইকের বডিতে মরিচা বা বড় ধরনের ক্ষতি আছে কি না। বাহ্যিক অবস্থা থেকে বাইকের যত্নের ধরন এবং দুর্ঘটনায় পড়ার ইতিহাস সম্পর্কে ধারণা পাওয়া যায়।

কত কিলোমিটার চলেছে তা দেখে নিন
বাইকের ওডোমিটার দেখে কত কিলোমিটার চালানো হয়েছে তা বুঝতে পারবেন। সাধারণত, বাইক যত বেশি চলেছে, তত বেশি মেরামতের প্রয়োজন হতে পারে। তবে কম দূরত্ব চালানো বাইক মানেই সবসময় ভালো, এমনো নয়। বাইকের কার্যক্ষমতা বোঝার জন্য রাইড করে দেখুন।

বাজারমূল্যের সঙ্গে তুলনা করুন
বাইকের দাম যাচাই করার জন্য বাজারে অনুরূপ মডেলের বাইকের দাম সম্পর্কে ধারণা নিন। এতে আপনি বুঝতে পারবেন, প্রস্তাবিত মূল্যটি যৌক্তিক কি না। দাম বেশি হলে বিক্রেতার সঙ্গে দর-কষাকষি করুন।

বিশেষজ্ঞের মতামত নিন
আপনার বাইক সম্পর্কে বিশেষ ধারণা না থাকলে, যেকোনো মোটরসাইকেল মেকানিক বা বিশেষজ্ঞকে নিয়ে যান। তিনি বাইকের ইঞ্জিন, গিয়ারবক্স, ক্লাচ এবং অন্যান্য প্রযুক্তিগত দিক ভালোভাবে পরীক্ষা করে সঠিক পরামর্শ দিতে পারবেন।

মন্তব্য করুন