শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

দুই গ্রহে পানি পাওয়ার আশা বিজ্ঞানীদের

আইটি ডেস্ক
  ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:০৬

পৃথিবী থেকে ২১৮ আলোকবর্ষ দূরে লিরা নক্ষত্রমণ্ডলে দুটি গ্রহে বিপুল পরিমাণ পানি রয়েছে বলে আশা করছেন বিজ্ঞানীরা। 

যে গ্রহ দুটি ঘিরে এই আশা বিজ্ঞানীদের সেই গ্রহ দুটি হলো কেপলার-১৩৮সি এবং কেপলার-১৩৮ডি।  গ্রহ দুটি ঘুরছে একটি বামনাকারের লাল নক্ষত্রকে ঘিরে। 

গ্রহ দুটির গতিপ্রকৃতি দেখে মহাকাশ বিজ্ঞানীদের ধারণা, তাতে পানির বিপুল ভান্ডার রয়েছে। কানাডার একটি বিশ্ববিদ্যালয় এক্সোপ্ল্যানেট  নিয়ে গবেষণা করেছিল। তাদের গবেষণা প্রতিবেদনে এ বিষয়টি তুলে ধরা হয়েছে। 

গ্রহ দুটিই আকারে পৃথিবীর অর্ধেক। যে নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহ দু’টি ঘুরছে সেই নক্ষত্রসহ গ্রহ দুটি আবিষ্কার করেছিল নাসার কেপলার টেলিস্কোপ। সেই গ্রহ দু’টিকে পর্যবেক্ষণ করে পাওয়া নানা তথ্য খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন, সেখানে এমন কিছু আছে যা পাথরের থেকে হালকা কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়ামের থেকে ভারী।

মন্তব্য করুন