রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

ফেসবুকে পুরোনো ছবির নাড়াচাড়ার হিড়িক!

প্রবাহ বাংলা নিউজ
  ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩

ইদানিং ফেসবুকে ঢুঁ মারলেই দেখতে পাওয়া যাচ্ছে এক যুগ আগের ছবি। ছবিগুলো দেখে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা বন্ধুদের চিনতে কষ্ট হয়। দীর্ঘদিন আগের সেই ছবি ঘিরে মন্তব্যে ঘটছে মজার ঘটনা। সেগুলো নিয়ে চলছে হাসি-ঠাট্টা। মজার এই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা।

বন্ধুর ছবিতে গিয়ে ‘Nice & Attractive’ এটা কে রে, দিলাম লাড়া– এই জাতীয় কমেন্ট করেছেন অনেকে। বন্ধুদের কেউ কেউ কমেন্টে সাড়াও দিচ্ছেন। ৫-১০ বছর আগের ছবির সঙ্গে বর্তমানের ছবির তুলনা করছেন। কেউবা আফসোসের স্বরে বলছেন, পুরনো দিনগুলোই সুন্দর ছিল!

পুরনো ছবিতে কমেন্টের এই জোয়ার থেকে রেহাই পাচ্ছেন না সেলিব্রেটিরাও। খোদ ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের পুরনো ছবিতেও মজার ছলে কমেন্ট করছেন অনেকে। গায়ক, অভিনেতা, শিল্পী, ফেসবুকে বহুল পরিচিত মানুষদের পুরনো ছবিও খুঁজে বের করছেন উৎসুক ফেসবুকবাসী।

খোঁজ নিয়ে জানা যায়, এটি মূলত ফেসবুক অ্যালগরিদমের কারসাজি। আপনার পুরনো পাবলিক পোস্ট বা কাস্টম পোস্টে কমেন্ট করলে তা আবার নতুন করে ভিজিবল হবে। ফেসবুকের নতুন অ্যালগরিদম অনুযায়ী যারা আপনার পোস্টে বেশি লাইক কমেন্ট করে তাদের ওয়ালে এই পোস্টটি নতুন করে পৌঁছে যাবে। উক্ত ফ্রেন্ড পোস্টটিতে লাইক/কমেন্ট না করলেও পৌঁছে যাবে।

মন্তব্য করুন