শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

শুক্রবার, ০১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

লিবিয়ার তব্রুক উপকূলে নৌকাডুবি, ১৮ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ১৫:২৭
ছবি-সংগৃহীত

লিবিয়ার পূর্বপ্রান্তীয় শহর তব্রুক উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৮ জন মারা গেছেন৷ এখনও নিখোঁজ রয়েছেন ৫০ জন৷

সপ্তাহান্তে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)৷ এই নৌকাডুবির ঘটনায় শেষখবর পাওয়া পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আইওএম৷

লিবিয়ার প্রতিবেশী দেশ মিশরের সীমান্তবর্তী উপকূলীয় শহর তব্রুক৷ পূর্ব লিবিয়ার বেনগাজিতে অবস্থিত মিশরীয় কনস্যুলেটের একটি কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এসব অভিবাসীরা মিশর থেকে এসেছেন৷

ওই কূটনীতিক জানিয়েছেন, ১০ জনের মরদেহ শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হয়েছে৷ জীবিত উদ্ধার হওয়া অভিবাসীদের একটি কেন্দ্রে রাখা হয়েছে৷

লিবিয়ার কোস্টগার্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, তব্রুক থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে আলাগিলা সমুদ্র সৈকতের কাছে অভিবাসীদের মরদেহ পাওয়া গেছে৷

সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে অস্থিতিশীল অবস্থায় রয়েছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়া৷ দেশটি বর্তমানে দুটি প্রশাসনে বিভক্ত৷ একটি জাতিসংঘ স্বীকৃত সরকার, রাজধানী ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ অপরটি পূর্বাঞ্চলীয় প্রশাসন, যা সামরিক শক্তিধর হাফতার পরিবার পরিচালনা করে৷

এই ঘটনা প্রসঙ্গে আইওএম জানিয়েছেন, ‘‘সাম্প্রতিক এই ট্র্যাজেডি নিরাপত্তা এবং সুযোগের সন্ধানে মানুষ যে মারাত্মক ঝুঁকি নিতে বাধ্য হয় সেটির স্পষ্ট প্রমাণ৷’’

মন্তব্য করুন