সৌদি আরবে ঘুস, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে ১৩৯ সরকারি কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন সরকারি অফিসে পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে সৌদি তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ এ গ্রেফতার অভিযান চালায়।
অভিযুক্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় ও জাকাত, কর-শুল্ক কর্তৃপক্ষের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। এর আগে পরিদর্শনের পর ৩৮০ জন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়।
দুর্নীতি দমন কর্তৃপক্ষ সরকারি তহবিল রক্ষা ও ক্ষমতার অপব্যবহার রোধ করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই তদারকি অব্যাহত রাখার কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ দুর্নীতির অপরাধের সঙ্গে যুক্ত তহবিল পুনরুদ্ধার এবং ভবিষ্যতে দুর্নীতি প্রতিরোধ করার জন্যও ব্যবস্থা নিচ্ছে।
মন্তব্য করুন