বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

তালেবানের প্রধান বিচারপতি আবদুল হাকিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ জুলাই ২০২৫, ১১:২৫

আফগানিস্তানে তালেবানের শীর্ষ ধর্মীয় নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও তালেবানের প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার এ পরোয়ানা জারি করা হয়।

তাদের বিরুদ্ধে নারী ও কিশোরীদের ওপর নিপীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের আশঙ্কাজনক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আদালত।

আইসিসি জানিয়েছে, আখুন্দজাদা ও হাক্কানির বিরুদ্ধে এমন যথেষ্ট প্রমাণ আছে যা থেকে ধারণা করা যায়, তারা নারী, কিশোরী ও এমন সব ব্যক্তিদের—যারা তালেবানের লিঙ্গনীতি, লিঙ্গ পরিচয় বা তার প্রকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—তাদের বিরুদ্ধে লিঙ্গভিত্তিক নিপীড়ন চালিয়েছে এবং এটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

মার্কিন হুঁশিয়ারি: তালেবান নেতাদের মাথার দাম হতে পারে ‘অনেক বেশি’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি শুনছেন তালেবান নেতারা আগের জানা তথ্যের চেয়ে অনেক বেশি সংখ্যক মার্কিন নাগরিককে জিম্মি করে রেখেছে।

রুবিও তার এক্স হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, ‘শুনছি তালেবান আগের রিপোর্টের চেয়ে বেশি সংখ্যক আমেরিকান জিম্মি করে রেখেছে। যদি এটা সত্য হয়, তাহলে আমাদের তাদের শীর্ষ নেতাদের মাথার ওপর খুব শিগগিরই অত্যন্ত বড় অঙ্কের পুরস্কারমূল্য নির্ধারণ করতে হবে — সম্ভবত বিন লাদেনের ক্ষেত্রেও যা ছিল তার চেয়েও বেশি’।

মন্তব্য করুন