রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলা অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ জুলাই ২০২৫, ২৩:০২
ছবি-সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে বিভিন্ন হাসপাতালে অন্তত ৭০টি মৃতদেহ ও ৩৩২ জন আহত ব্যক্তি পৌঁছেছেন।

আশ্রয়কেন্দ্র, তাঁবুসহ বর্তমানে খাদ্য সহায়তা কেন্দ্রগুলোতেও নেতানিয়াহু বাহিনী বর্বর হামলা অব্যাহত রেখেছে।  

চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে। এরপর এখন পর্যন্ত অন্তত ৬,৭৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩,৯১৬ জনেরও বেশি আহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৫৭,৩৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১,৩৫,৯৫৭ জন আহত হয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন।

মন্তব্য করুন