সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি হামলায় ইরানের আইরজিসি প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ জুন ২০২৫, ০৯:৪৭
ছবি-সংগৃহীত

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইরসায়েল। ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও তেহরান টাইমস জানিয়েছে, এই হামলায় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইরজিসি) কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি নিহত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়হু জানিয়েছেন, যতদিন প্রয়োজন ততদিন এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।।

হামলার খবর প্রকাশের পর ইরানি কর্তৃপক্ষ তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়, তিনি ইরানকে এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে হামলার বিরুদ্ধে সতর্ক করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়ার পরপরই ইরানে এই হামলা চালানো হয়েছে।

মন্তব্য করুন