ভারতের বিহার রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মাত্র দুই বছরের এক শিশু কোবরা সাপকে দাঁত দিয়ে কামড়ে মেরে ফেলেছে। সাপটি শিশুর হাত জড়িয়ে ধরার পর এই অবিশ্বাস্য ঘটনা ঘটে। বিষাক্ত সাপের কামড়ে অজ্ঞান হয়ে গেলেও দ্রুত চিকিৎসা পাওয়ায় শিশুটি এখন আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
ঘটনাটি শুক্রবার দুপুরে পশ্চিম চম্পারণ জেলার মাজহাউলিয়া ব্লকের বাংকাটওয়া গ্রামে ঘটেছে। গোবিন্দ কুমার নামে ওই শিশু বাড়ির কাছেই খেলছিল। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খেলতে খেলতে কৌতূহলী গোবিন্দ একটি কোবরা দেখতে পায় এবং অজান্তে ইটের টুকরো ছুড়ে মারে।
এতে সাপটি ক্ষিপ্ত হয়ে শিশুর ছোট ছোট হাত শক্ত করে জড়িয়ে ধরে। কিন্তু ভয় পেয়ে চিৎকার না করে, অবাক করা কাণ্ড ঘটিয়ে বসে গোবিন্দ—সে দাঁত দিয়ে এত জোরে সাপটিকে কামড় দেয় যে সাপটি সেখানেই মারা যায়।
গোবিন্দর দাদি মাতেশ্বরী দেবী জানান, ‘আমরা যখন সাপটি শিশুর হাতে জড়ানো অবস্থায় দেখি, তখন সবাই দৌড়ে যাই। কিন্তু ততক্ষণে ও সাপটিকে কামড়ে মেরে ফেলেছে।’
সাপের বিষক্রিয়ায় গোবিন্দ সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয় এবং পরে বেত্তিয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকরা ঘটনাটিকে ‘অত্যন্ত বিরল’ বলে উল্লেখ করেন। তারা জানান, শিশুর কামড়ে সাপটির মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে, যা এর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সৌভাগ্যক্রমে বিষের প্রভাব গোবিন্দের জন্য প্রাণঘাতী হয়নি।
হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ কুমার বলেন, ‘সময়মতো চিকিৎসা দেওয়ায় গোবিন্দের জীবন বেঁচে গেছে। শিশুটি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে এবং আমাদের পর্যবেক্ষণে রয়েছে।’
মন্তব্য করুন