মধ্যপ্রাচ্যে আবারও বাজছে যুদ্ধের দামামা। যেকোনো মুহূর্তে পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে পারে ইসরায়েল ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই আশঙ্কায় লেবাননের বৈরুত বিমানবন্দরে ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে।
সোমবার (২৯ জুলাই) জার্মান বিমান পরিবহন সংস্থা লুফথানসা জানিয়েছে, তাদের অধীনস্থ সুইস ইন্টারন্যাশনাল, ইউরোইংস এবং লুফথানসার জন্য বৈরুত যাওয়া-আসার পাঁচটি রুটে ফ্লাইট চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বাড়তি সতর্কতার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
গত শনিবার ইসরায়েলের দখলকৃত গোলান উপত্যকায় একটি রকেট হামলায় শিশুসহ ১২ জন নিহত হন। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি দখলকৃত এলাকায় এটিই সবচেয়ে প্রাণঘাতী আক্রমণ।
এই হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠীটি।
তবে এই উত্তেজনার জের ধরে যেকোনো সময় দু’পক্ষের মধ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। গোলান উপত্যকায় হামলার জবাব দেওয়ার ব্যাপারে গত রোববারই অনুমোদন দিয়েছে ইসরায়েলি মন্ত্রিসভা।
বৈরুত বিমানবন্দরের ফ্লাইট তথ্য বোর্ড এবং ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানাচ্ছে, রোববার রাতে দুটি ফ্লাইট বাতিল করেছে টার্কিশ এয়ারলাইনস।
এছাড়া তুরস্ক-ভিত্তিক সাশ্রয়ী এয়ারলাইন সানএক্সপ্রেস, টার্কিশ এয়ারলাইনসের সহযোগী সংস্থা এজেট, গ্রিক সংস্থা এজিয়ান এয়ারলাইনস, ইথিওপিয়ান এয়ার এবং লেবাননের মিডল ইস্ট এয়ারলাইনস সোমবার বৈরুত বিমানবন্দরে অবতরণের জন্য নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করেছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি এয়ারলাইনগুলো।
বৈরুত-রফিক হারিরি আন্তর্জাতিক বিনমানবন্দর লেবাননের একমাত্র বিমানবন্দর। দেশটির গৃহযুদ্ধ চলাকালে এবং ইসরায়েলের সঙ্গে পূর্ববর্তী লড়াইগুলোর সময় বারবার হামলার নিশানা হয়েছিল বিমানবন্দরটি।
মন্তব্য করুন