বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সুদানে আরএসএফের হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৯
ছবি-সংগৃহীত

সুদানের পশ্চিমাঞ্চলের উত্তর দারফুর রাজ্যের একটি এলাকায় আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বুধবার এ তথ্য জানিয়ে দারফুর অঞ্চলের গভর্নর মিন্নি আরকো মিন্নাভি নিজের ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘আরএসএফ এল ফাশের শহরের দক্ষিণে আবু জেরিগা এলাকায় গণহত্যা চালিয়েছে।’

মঙ্গলবার এ হামলা চালানো হয় বলে জানান মিন্নাভি।

এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলোকে অপরাধ নথিভুক্ত করতে তদন্ত দল পাঠানো এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে কাজ করার আহ্বান জানান তিনি।

ওই অঞ্চলে গভীর মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা জোরদার করতে ত্রাণ সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান গভর্নর।

তবে হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত ও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে বেসরকারি সুদানিজ ডক্টরস নেটওয়ার্ক।

এই হামলার বিষয়ে আরএসএফ কোনো মন্তব্য করেনি। গত ১০ মে থেকে এল ফাশারে সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) ও আরএসএফের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে।

আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, সুদানে চলমান যুদ্ধে ২৭ হাজার ১২০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছে এবং দেশে ও বিদেশে এক কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মন্তব্য করুন