২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। ৬ মে মধ্যরাতে পাকিস্তানে সেনা অভিযান চালানো হয়, যার নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস হয় ভারতের হামলায়।
তার পর থেকে টানা চার দিন ভারত এবং পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত চলেছে। ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। যদিও এখনও পর্যন্ত দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ।
পাকিস্তানি শিল্পী থেকে ক্রিকেট তারকাদের সমাজমাধ্যম নিষিদ্ধ এ দেশে। কিন্তু ২২ এপ্রিলের এই ঘটনার এক দিন আগে কাশ্মীরেই ছিলেন টেলিভিশনের তারকাদম্পতি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম। এমনকি, পহেলগাঁও থেকে ছবিও দেন তাঁরা। সম্প্রতি সেই স্মৃতিচারণাই করেন তাঁরা।
এক বছরের ছেলেকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন দীপিকা-শোয়েব। সেখানে কাটানো প্রতিটি দিন ক্যামেরাবন্দি করে রেখেছেন তাঁরা। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার এক দিন আগে ডাল লেকে যান তাঁরা। সেখান থেকে টিউলিপ গার্ডেনে ঘুরতে যান। দীপিকা সেখানকার দৃশ্য দেখে বলেন, ‘‘অসম্ভব ভাল লাগছে চারপাশটা।’’ তার পর যান পহেলগাঁওয়ে।
সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ হয়ে দীপিকা বলেছিলেন, ‘‘ কী সুন্দর! অসম্ভব ফ্রেশ লাগছে নিজেকে।’’ যে জায়গায় গিয়ে দীপিকার এমন সুন্দর স্মৃতি তৈরি হয়েছিল, মাত্র এক দিনের মধ্যে সেখানেই ঘটে যায় রক্তক্ষয়ী ঘটনা।
মন্তব্য করুন