শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
কি বললেন

৩০ বছরের যুবতীর চরিত্র অভিনয় করতে নারাজ জনপ্রিয় অভিনেত্রী টাবু!

বিনোদন ডেস্ক,
  ২১ জুলাই ২০২৪, ১৭:৩১
ছবি সংগৃহীত

৩০ বছরের কোনও মহিলার চরিত্রে অভিনয় করতে চাননা জনপ্রিয় অভিনেত্রী টাবু। ওরো ম্যায় কাঁহা দম থা ছবিতে টাবুকে দেখা যাবে অজয় দেবগনের সঙ্গে। 
এ জুটি এক সময় অনেক জনপ্রিয়তা পেয়েছিল এখনও তা বিদ্যমান দর্শকদের কাছে। ওরো ম্যায় কাঁহা দম থা।ছবি মুক্তির আগে নিজের বাছাই করা চরিত্র নিয়ে কি বললেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতিকালে তিনি একটি সাক্ষাৎকারে  জানিয়েছেন আজকাল অনেক অভিনেতা অভিনেত্রীরা যতই বয়স হয়ে যাক পর্দায় অল্প বয়সীর চরিত্রে অভিনয় করছেন। কিন্তু টাবু সেটা করতে চান না। তিনি তার বয়সের কথা মাথায় রেখেই চরিত্র বেছে অভিনয় করতে চান। 

একটি সাক্ষাৎকারে টাবু জানিয়েছেন আগেকার দিন বয়স কমিয়ে অল্প বয়সীর চরিত্রে অভিনয় করার চল ছিলনা। তখন অন্য অভিনেতারা নায়ক বা নায়িকাদের ছোটবেলার চরিত্রে অভিনয় করতেন। 

সেই চরিত্রগুলো বড় হয়ে যাওয়ার পর তাতে আইকনিক অভিনেতা যেমন ধর্মেন্দ্র,দিলীপ কুমার তাদের দেখা যেত। কিন্তু বর্তমানে সেটা হয়না। তাই তিনি পুরুষসহ অভিনেতাদের মতো এই বয়সে এসে অল্প বয়সী কোনও মহিলার চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি।

মন্তব্য করুন