শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
  ১৬ মে ২০২৪, ১৮:৫৪

প্রতিবারের মতো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সের উদ্দেশে উড়াল দিলেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এবারও লালগালিচায় হাঁটবেন তিনি। অভিনেত্রীর সঙ্গে আছে মেয়ে আরাধ্য। তবে অভিনেত্রীর হাত নিয়ে চিন্তার ভাঁজ ভক্তদের মনে।

বিমানবন্দরের এক ভিডিওতে দেখা গেছে, কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন ঐশ্বরিয়া। করা হয়েছে প্লাস্টার। যা দেখে চিন্তিত ভক্তরা করছেন নানা রকম মন্তব্য। কেউ বলছেন, ‘কানের মতো বড় একটি উৎসবের সময় কী হয়ে গেল অভিনেত্রীর হাতে।’ আবার কেউ বলছেন, ‘দেখুন এই ভাঙা হাতেও কীভাবে মেয়েকে আগলে রাখছেন। ওয়াও!’

ভক্তদের মন্তব্যেই বোঝা যাচ্ছে, কান উৎসবে ঐশ্বরিয়ার সৌন্দর্য, ফ্যাশন দেখতে প্রতিবারের মতো এবারও মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা।
২০০২ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবে যোগ দেন ঐশ্বরিয়া। সে বছর ভারী সোনার গয়না ও শাড়িতে প্রথম লালগালিচায় হাঁটেন অভিনেত্রী।

সে বছরই ‘দেবদাস’ সিনেমা নিয়ে কানে গিয়েছিলেন ঐশ্বরিয়া। সঙ্গে ছিলেন অভিনেতা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয় লীলা বানসালি। এরপর প্রায় প্রতিবছরই সেখানে যান তিনি। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে লালগালিচায় দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন অভিনেত্রী।

মন্তব্য করুন