মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩২

স্ত্রী অর্পিতার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন আরিফিন শুভ

বিনোদন ডেস্ক
  ৩১ জুলাই ২০২৪, ২২:৪৪
ছবি- সংগৃহীত

বিচ্ছেদের মরসুম চলছে বিনোদন দুনিয়া জুড়ে। বলিউড, টলিউডের আঁচ গিয়ে পড়ল এবার ঢাকাতেও। বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ সমাজমাধ্যমে ঘোষণা করলেন তার বিবাহ বিচ্ছেদের কথা।

আরিফিন লিখেছেন, ‘‘দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনও কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হল আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে।

আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা, আমরা হয়তো বন্ধু হিসা বেই ঠিক আছি। জীবনসঙ্গী হিসাবে নয়। আমরা গত ২০ জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুইজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’’

শুভ তাঁর স্ত্রী অর্পিতা সমাদ্দারের কাছে কৃতজ্ঞ। লিখেছেন, ‘‘আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছেন সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী।

মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়া ও ভালবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থ ভাবে বাঁচতে পারব।’’

মন্তব্য করুন