শনিবার, ০২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

এটি আমার জীবনের সেরা পারফরম্যান্স: প্রিয়াংকা জামান

বিনোদন ডেস্ক
  ৩১ জুলাই ২০২৫, ১৪:৫৯
ছবি-সংগৃহীত

বিনোদন জগতের মডেল ও অভিনেত্রী প্রিয়াংকা জামান ‘রূপনগরের রানি’ গানে মডেল হয়েছেন। গত মে মাসে প্রকাশ হয়েছিল কলি সরকারের গাওয়া ‘রূপনগরের রানি’ গানটি। এটির কথা লিখেছেন রাসেল কবীর। সুর ও সংগীত করেছেন এএন ফরহাদ। 

এবার সেই গানের ভিডিওতে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান। গানটির মিউজিক ভিডিও দৃশ্যধারণের কাজও শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন এমএইচ রিজভী। শিগগির গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রিয়াংকা জামান।

অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছে কলি সরকারের রূপনগরের রানি গানটির মিউজিক ভিডিওটি আমার করা অন্যতম সেরা কাজ। এর বেশ কয়েকটি কারণও আছে। কলি সরকারের গান মানেই শ্রোতা-দর্শকদের ভীষণ ভালো লাগার। 

তিনি বলেন, যেহেতু রূপনগরের রানির ভূমিকায় আমি মডেল হয়েছি, তাই আমাকে যথেষ্ট গ্ল্যামারাসভাবে উপস্থাপন করা হয়েছে। আমিও সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি। গানটিও সুন্দর। 

প্রিয়াংকা জামান বলেন, পরিচালক রিজভী অনেক শ্রম দিয়েছেন। সব মিলিয়ে গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করছি, শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে।

উল্লেখ্য, প্রিয়াংকা জামান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ডিপজল প্রযোজিত ‘যেমন জামাই তেমন বউ’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিনটি সিনেমা—মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামী’। 

এ অভিনেত্রী সম্প্রতি কামরুল হুদার রচনা ও কামরুল হাসান সুজনের পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘মার্ডার’-এর কাজ শেষ করেছেন। ধারাবাহিকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার করা হবে।

মন্তব্য করুন