রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

অর্জুনের দ্বিতীয় সন্তানের মা হলেন বান্ধবী গাব্রিয়েলা

প্রবাহ বাংলা নিউজ
  ০১ আগস্ট ২০২৪, ১৬:৩৮
ছবি- সংগৃহীত

২০১৯ সালে প্রাক্তন স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে প্রায় দু’দশকের দাম্পত্য জীবনে ইতি টানেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। মেহরের সঙ্গে বিবাহবিচ্ছেদের কয়েক মাস পরেই অর্জুন ও তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেজ়ের কোলে আসে তাঁদের প্রথম সন্তান অ্যারিক।

গত বছর জুলাই মাসে গ্যাব্রিয়েলা ও অর্জুনের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। সেই সময় পঞ্চাশ ছুঁয়েছেন অভিনেতা। দুই সন্তানের বাবা-মা হলেও এখনও বিয়ে করেননি অর্জুন- গ্যাব্রিয়েলা।

মেহরের সঙ্গে অল্প বয়সে বিবাহবন্ধনে আটকে পড়াটাই নাকি কাল হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অর্জুন স্বীকার করেন, তিনি পরিণত ছিলেন না সেই সময়। কিন্তু বর্তমানে তাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে, এখন কী কারণে অনীহা অভিনেতার?

প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে নিজের উপলব্ধি নিয়ে অর্জুন বললেন, ‘‘ছোটবেলায় সংসার ভাঙতে দেখেছি, আমার জন্য বিয়ে সফল না হওয়াটা বড় ব্যাপার ছিল। এই ঘটনা আমাকে সত্যিই পিছনে ফিরে তাকাতে বাধ্য করেছিল।

ভাবিয়েছিল কী ভাবে ভুল হয়েছিল, কোথায় আমার ভুল ছিল... সেই সময় বুঝতে পারিনি কিন্তু এখন আমি এর দায় নিই।” তিনি আরও যোগ করলেন, “আজ, আমরা সবাই একে অপরের খুব কাছাকাছি।

মেহরের সঙ্গে আমার বান্ধবীর ভাল সম্পর্ক... আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম এবং আমি মনে করি বিয়ের বয়স হিসাবে তা উপযুক্ত নয়। তোমার বয়স অনেক কম এবং এখানে অনেক কিছু শেখার এবং অভিজ্ঞতা অর্জন করার আছে। পরিণত হওয়া বাকি।’’

পঞ্চাশ ছুঁয়ে কি ফের বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা? নাকি অতীতের অভিজ্ঞতার পর গ্যাব্রিয়েলার সঙ্গে বিয়েতে অনীহা রয়েছে অর্জুনের! অভিনেতার কথায়, ‘‘বিয়ে একটা কাগজের টুকরো মাত্র।

আইনত ভাবে আবদ্ধ হলেই, একে অপরের প্রতি মনোভাব বদলে যাবে তা মানি না। আমরা দু’জনে মনে মনে, একে অপরের সঙ্গে বিবাহিত... তার সঙ্গে আমার দুই সুন্দর ছেলে রয়েছে। আমি ধন্য। আমার মেয়েদের সঙ্গেও গ্যাব্রিয়েলার সম্পর্ক ভাল। মেহরের সঙ্গেও গ্যাব্রিয়েলার খুব বন্ধুত্বপূর্ণ বন্ধন।’’

মন্তব্য করুন