রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

যে কারণে কলকাতায় সিনেমা বানাতে চান না পরিচালক

বিনোদন ডেস্ক
  ২৭ মে ২০২৫, ১২:১১

গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে তাঁর আগামী ছবি। প্রাথমিকভাবে পরিচালক অনুভব সিন্‌হা ভেবেছিলেন এ ছবির শুটিং সারবেন কলকাতায়। কিন্তু শেষ পর্যন্ত মত বদলেছেন তিনি। গোটা ছবিটির শুটিং শেষ করেছেন দিল্লিতে। 

আদালতকক্ষের কিছু দৃশ্যের শুটিং হয়েছে মুম্বইয়ে। সদ্য শেষ হয়েছে ছবির কাজ। আপাতত পরিচালক ছুটি কাটাচ্ছেন লন্ডনে।

কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন সিদ্ধান্ত বদল করতে হল অনুভবকে? তবে কি এখানেও কাজ করল ফেডারেশন ভীতি? পরিচালকের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বিষয় একেবারেই তেমন নয়। বরং বিতর্ক এড়াতেই কলকাতার শুটিং পরিকল্পনা বাতিল করেছেন অনুভব।

ওই সূত্রের দাবি, চিত্রনাট্যে এক গণধর্ষণের কাহিনি উঠে আসবে। এ দিকে গত বছর অগস্ট মাসের পর থেকে কলকাতা উত্তাল ছিল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত পিজিটি-র ধর্ষণ ও হত্যার ঘটনায়। 

তাই কোনও ভাবেই বিতর্কে জড়াতে চাননি পরিচালক। দর্শকের প্রত্যাশাপূরণ নিয়েও খানিক দ্বন্দ্বে ছিলেন তিনি। তাই শুটিংস্থল হিসাবে বেছে নিয়েছেন দিল্লিকেই।

২০১৮-র জনপ্রিয় ছবি ‘মুল্‌ক’-এর ফ্র্যাঞ্চাইজ়ি ছবি ‘মুল্‌ক ২’। প্রথম ছবিটিতে অভিনয় করেছিলেন এক ঝাঁক বলিউড তারকা অভিনেতা। প্রয়াত ঋষি কপূরের পাশাপাশি ছিলেন তাপসী পন্নু, আশুতোষ রানা, প্রতীক স্মিতা পাটিল, নীনা গুপ্ত, রজত কপূর প্রমুখ। দ্বিতীয় ছবির চরিত্রাভিনেতাদের মধ্যে অপরিবর্তিত থাকছেন তাপসী। তিনিই মুখ্য।

চলতি বছরের শুরুতে শোনা গিয়েছিল সুধীর মিশ্র, ইমতিয়াজ় আলি, অনুভব সিন্‌হারা তাঁদের বলিউড ছবির শুটিং করতে পারেন কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। জানা গিয়েছিল, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেছিলেন তাঁরা। 

ইমতিয়াজ় বা সুধীর মিশ্ররা আশ্বাস দিয়ে জানিয়েছিলেন, কলকাতাকেন্দ্রিক ছবি বানাতে আগ্রহী তাঁরা। কিন্তু অনুভব কথা দিয়েও বদলে ফেললেন সিদ্ধান্ত।

তাঁকে বহু চেষ্টা করে ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ ওই সূত্রের দাবি, পরবর্তী একটি ছবি কলকাতায় করার কথা ভাবছেন অনুভবও।

মন্তব্য করুন