রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে যা বললেন প্রীতি

বিনোদন ডেস্ক
  ১৬ মে ২০২৫, ০৮:০৫
ছবি-সংগৃহীত

আলোচনার কেন্দ্রে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি। পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে লেগে রয়েছে চাপানউতর। যুদ্ধবিরতি ঘোষণার পর কিছুটা শান্ত হয়েছে পরিস্থিতি।

তবে তার পরেও ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে চুপ বলিউডের প্রথম সারির তারকারা। পাকিস্তানের অনুরাগীদের হারাতে চান না বলেই কি তাঁরা নীরব? এমন প্রশ্নও উঠেছে। এ বার এই নিয়ে মন্তব্য করলেন প্রীতি জিন্টা।

সমাজমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে এই প্রসঙ্গে অনুরাগীরা প্রশ্ন করেন প্রীতিকে। বহু তারকাই রয়েছেন যাঁরা পহেলগাঁও ঘটনার নিন্দা করেননি। আবার ভারত-পাকিস্তানের পরিস্থিতি নিয়েও কোনও মন্তব্য করেননি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “অন্যদের কথা কিছু বলতে পারব না। কারণ প্রত্যেকের দৃষ্টিভঙ্গি ভিন্ন।

তবে আমি তো সেনা পরিবারের মেয়ে। তাই এই ঘটনাগুলো আমার মনকে তীব্র আঘাত করে। তাই রক্ত ঝরলে আমি চুপ থাকতে পারি না।”

সেনাদের চেয়েও তাঁদের পরিবার আরও বেশি শক্তিশালী বলে মনে করেন প্রীতি। তিনি বলেছেন, “সেনার পরিবারের মানুষ আরও বেশি শক্তিশালী ও সাহসী হন। দেশের জন্য যে মায়েরা নিজের ছেলেদের দিয়ে দেন, তাঁদের দেখেছেন? সেই স্ত্রীদের দেখেছেন যাঁরা কখনওই নিজের স্বামীর মুখের হাসি আর দেখতে পাবেন না?

সেই সন্তানদের দিতে তাকান, যাঁরা কখনওই তাঁদের বাবাদের দেখতে পাবেন না। এটাই ওঁদের বাস্তব যার পরিবর্তন হবে না কোনও দিনই। ওঁদের জন্য তাই অনেক শুভকামনা।”

কোন তারকারা নীরব থেকেছেন, তা নিয়ে প্রীতি স্পষ্ট করে কারও নাম উল্লেখ করেননি। কিন্তু অনুরাগীরা তুলে এনেছেন শাহরুখ খান, আমির খান ও সালামন খানের নাম।

মন্তব্য করুন