কে বলেছে, প্রাক্তনের সঙ্গে প্রেম থাকে না? প্রকাশ্যে যতই গৌরীর প্রতি নিবেদিত প্রাণ হোন, অন্তরে কোথাও বুঝি এখনও প্রাক্তন প্রেমিকার প্রতি ভাললাগা আছে।
সেই কারণেই কি কাকতালীয়ভাবে আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চে মিলে গেল শাহরুখ খান-প্রিয়ঙ্কা চোপড়ার সাজ? এ দিন তাঁরা যে রঙের এবং ডিজাইনের পোশাক পরেছিলেন সেই সাজ অতীত উস্কে দিয়েছে।
সে বহু বছর আগের কথা। শাহরুখ-প্রিয়ঙ্কা তখন প্রায়ই বলিউডের সর্বত্র ঘুরে বেড়াতেন। অনুষ্ঠানে একসঙ্গে ফিতে কাটতেও যেতেন। তেমনই এক অনুষ্ঠানে শাহরুখ পরেছিলেন কালো শার্ট, প্রিয়ঙ্কা সাদা-কালো পোলকা ডটের পা ছোঁয়া ড্রেস। সেই ছবি এখনও মনে রেখেছে বলিউড।
কাট টু ২০২৫-এর আন্তর্জাতিক স্তরের ফ্যাশন মঞ্চ। শাহরুখ-প্রিয়ঙ্কা উভয়েই উপস্থিত। কিন্তু আলাদা আলাদা ভাবে। নায়িকাকে সঙ্গ দিয়েছেন তাঁর গায়ক স্বামী নিক জোনাস। নায়ক অবশ্য একাই ছিলেন। এ সবের থেকেও বড় ব্যাপার, শাহরুখ এ দিনও কালো পোশাকে মঞ্চ মাতিয়েছেন।
প্রিয়ঙ্কা সেই সাদা-কালো পোলকা ডটের পোশাকে! দু’জনের দুটো ছবি জুড়ে দুই অভিনেতার অনুরাগীরা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। বিবরণীতে কী লিখেছে জানেন? ‘এরই নাম প্রেম!’
মন্তব্য করুন