পঞ্চাশ লক্ষ টাকা টার্ণওভার পর্যন্ত সিটি কর্পোরেশন ও শপিংমলে অবস্থিত দোকান ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে সম্প্রতি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীরা দোকান ব্যবসাকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্তির জোর দাবি জানান।
ব্যবসায়ীরা সকল পণ্যের বর্ধিত ভ্যাট প্রত্যাহার পূর্বক ৫০ লক্ষা টাকা টার্নওভার পর্যন্ত ভ্যাটমুক্ত রেখে সিটি করপোরেশন, পৌরসভা, শপিংমলে অবস্থিত দোকানসহ সকল দোকানের ক্ষেত্রে কার্যকরের দাবি জানান তারা।
ব্যবসায়ীরা উৎপাদন বা আমদানি পর্যায়ে এমআরপি নির্ধারণ পূর্বক ভ্যাট আদায় এবং ঈদুল ফিতরের মাস ব্যতীত অন্য যে,কোনও মাসে ভ্যাট অভিযান পরিচালিত করার দাবি করেন। ক্ষতিগ্রন্থ দোকান ব্যবাসায়ীদের সুদ মওকুফ করে ১% ডাউনপেমেন্টে ১৫ বছরের কিস্তিতে এককালীন ঋণ পরিশোধের প্রজ্ঞাপন জারীর দাবীও জানান।
এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোগ্য পণ্যের দাম নির্ধারণে দোকান ব্যবসায়ী মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবি জানান সংবাদ সম্মেলনে।
মন্তব্য করুন