চট্টগ্রামের সাতকানিয়ার ছনখোলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। ডাকাত সন্দেহে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়।
এ সময় ডাকাত দলের গুলিতে ৫ গ্রামবাসী আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে স্থানীয় চাঁদাবাজ নেজাম গ্রুপের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠে।
সোমবার নেজাম আরও কয়েকজনকে নিয়ে ছনখোলা এলাকায় গেলে তারাবি নামাজ পরে বের হওয়া মুসল্লিরা নেজাম গ্রুপকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে।
এতে ক্ষিপ্ত হয়ে নেজাম বাহিনীর সদস্যরা একালাবাসীর ওপর গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। এসময় এলাকাবাসী নেজাম ও সহযোগী ছালেককে ধরে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলে মারা যায়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এলাকাবাসীর গণপিটুনিতে দুজন মারা গেছে। কয়েকজন গুলিবিদ্ধ আছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে সেটা তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত দুজনের লাশ থানায় নেওয়া হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। গুলিবিদ্ধ আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন