শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

চুয়াডাঙ্গায় ঋণ পরিশোধ না করায় তালাবদ্ধ নারী

নিজস্ব প্রতিবেদক
  ১১ জুলাই ২০২৫, ০৯:৩৩
ছবি-সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে ঋণের টাকা পরিশোধ না করায় এক নারীকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ওই নারীর নাম নুরনাহার খাতুন (৪৭)। তিনি জীবননগর উপজেলার বাঁকা গ্রামের বাসিন্দা।

তিনি জানান, অসুস্থতার কারণে সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে বিআরডিবি অফিসে গেলে মাঠকর্মী আবেদা সুলতানা অবশিষ্ট টাকা পরিশোধ না করায় তাকে অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান।

এ বিষয়ে মাঠকর্মী আবেদা সুলতানা বলেন, নুরনাহার খাতুনের কাছে ২ লাখ ৩০ হাজার টাকা পাওনা আছে। তিনি বারবার কিস্তি বকেয়া রাখছেন।

অফিস আমার বেতন থেকে কেটে নিচ্ছে। তাই আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি, যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে তাকে নিয়ে যায়।

নুরনাহার অভিযোগ করেন, আমি তার কাছে তিন সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু সে সময় না দিয়ে রাতের অন্ধকারে তালা মেরে আমাকে রেখে যায়। এটা একজন নারীর জন্য চরম অপমানজনক ও অমানবিক।

পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।

জীবননগর পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা তারিক জামাল বলেন, নুরনাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছেন। মেয়াদ শেষ হলেও তিনি পুরো টাকা ফেরত দেননি। বৃহস্পতিবার তিনি ১০ হাজার টাকা নিয়ে অফিসে আসেন।

আমরা তার পরিবারের লোকজনকে ডেকে মীমাংসা করতে বলি। তবে তাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখা হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ccv

মন্তব্য করুন