শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১

গ্রন্থ পাঠ পর্যালোচনা

সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ

নিজস্ব প্রতিবেদক
  ০৭ জুলাই ২০২৪, ০২:০৫
সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ' গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে অতিথিরা।

তরুণ লেখক আশিক বিন রহিমের 'সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ' গ্রন্থের পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার বিকেল ৪ টায় চাঁদপুর সাহিত্য একাডেমী মিলনায়তনে সাহিত্য মঞ্চ ও আপনের যৌথ আয়োজনে  এ পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌। প্রধান আলোচক ছিলেন প্রাবন্ধিক ও‌ গবেষক ড. সরকার আবদুল মান্নান। প্রধান অতিথি পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন‌ বলেন, বাংলাদেশের অনেক সূর্যসন্তানদের জন্মভূমি এই চাঁদপুর জেলায়। তারা নিজেদের জীবন ও কর্মের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন এবং চাঁদপুরকে আলোকিত করেছেন। তাদের মধ্যে অসংখ্য নারী রয়েছেন। ‌এমন সব আলোকিত নারীদের জীবন-ও কর্ম নিয়ে আশিক বিন রহিম একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেছেন। ‌এজন্য লেখককে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ‌তিনি আরও বলেন, আশিক বিন রহিম একজন তরুণ প্রতিভাবান ও‌ পরিশ্রমী লেখক। ‌চাঁদপুরকে নিয়ে এর আগেও তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। ‌'সংগ্রামে-অর্জনের চাঁদপুরে নারীগণ' গ্রন্থটিতে যে ২৫ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি মনে করি এই সম্মান তাদের প্রাপ্য। এই গ্রন্থটির মাধ্যমে চাঁদপুরের আলোকিত নারীদের সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারবে। 

প্রধান আলোচক প্রাবন্ধিক ও‌ গবেষক ড. সরকার আবদুল মান্নান বলেন, চাঁদপুর নিয়ে সম্প্রতি অনেক গবেষণা হচ্ছে। তরুণরা এইসব গবেষণার কাজে নেতৃত্ব দিচ্ছে। নিজের জেলা নিয়ে এমন যূথবদ্ধ গবেষণা বাংলাদেশে বিরল। তিনি আরও বলেন, সংগ্রামে-অর্জনে চাঁদপুরের নারীগণ গ্রন্থটি মেঘনা পাড়ের আলোকিত নারীদের জীবন ও কর্ম ধারণ করে প্রকাশিত হয়েছে।