রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শয়তান-দমন

শাহাদাত হোসেন শান্ত
  ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৭

কতকাল ধরে শয়তান খুঁজেছি আঁখি যুগল খুলে,
শয়তান শয়তান করে দিশেহারা তবু পাইনি তারে ভুলে।

হাল জমানায় শত শয়তান দেখি দুই নয়ন জুড়ে,
মুখোশ পরা শয়তানকাণ্ডে অন্তর জ্বলে পুড়ে।

কাছ থেকে দেখেছি মানুষরূপী শয়তান আঁখি যুগল মেলে,
প্রকাশ্যে শোনায় নীতি বাক্য বাণী আড়ালে কু-কর্মের জাল ফেলে।

শয়তান সাজে অভিনয়বাজ, ভন্ড, প্রতারক, মাস্তান,
কভু সাজে দুর্নীতির রাজা-রানি, কভু মানুষরূপী শয়তান।

মানবের মতোই বাকশক্তি শয়তানের তফাৎ মিথ্যে বলে, 
বুঝতে দেয় না অবলা মানুষকে পথ চলে বড়ই কৌশলে।

শোন হে মানুষ, শয়তান কোথায়? কোথায় তার খোঁজ?
তোমারই গায়ে গা ঘেঁষে চলে ভাবখানা একেবারে নির্দোষ।

মুখোশ পরা শয়তান সংখ্যায় খুবই  অল্পজন, 
যুগ যুগান্তরে এই হারামিরাই করছে সত্য সুন্দরের হনন।

শয়তান নিকৃষ্ট কুত্তার বাচ্চা; বাঁধা যায় না শিকলে,
বালুমহল, খাস জমি, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল তার দখলে?

মানুষ যখনি মহামানব হয় যদি না খায় হারাম ঘুষ, 
শয়তান তাঁর পদতলে পড়ে হারায় জ্ঞান-হুঁশ।

চাঁদপুরে এসেছিল এক মহামানব নাম অঞ্জনা খান মজলিশ,
শয়তান পালের চেপে ধরেছে টুটি ইবলিশ করেছে কুর্নিশ।

(উৎসর্গ: চাঁদপুর সাবেক জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসকে) 

সাবেক সভাপতি চাঁদপুর প্রেস

মন্তব্য করুন