রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছিল: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
  ১৯ জুলাই ২০২৫, ১৬:২০
ছবি-সংগৃহীত

ইসলামি ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা সাদিক কায়েম বলেছেন, ‘আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এ দেশের জনগণ আগেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও দাঁড়াবে। সেই সংগ্রামে শহীদ হয়েছেন অনেকে-শাপলায়, ক্যাম্পাসে, আর সর্বশেষ জুলাই অভ্যুত্থানে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে সাদিক কায়েম এ কথা বলেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশে গণহত্যা চালিয়েছে। সাঈদির রায় পরবর্তী সময় গণহত্যা চালিয়েছে, ২০১৩ সালে শাপলা চত্ত্বরে, ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের হাতে খুন হয়েছে অনেকে। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন আবরার ফাহাদ। এরপর জুলাইয়ে এসে সরকার আরেক গণহত্যা চালিয়েছে তারা।

তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। সে লক্ষ্যে জামায়াত ৭ দফা দিয়েছে, এটি আদায় করে নিতে আরেকটি বিপ্লব করতে হবে।

সাত দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামায়াতের আজকের সমাবেশ। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি।

মন্তব্য করুন