২৩ জুন বিয়ে করেছেন সোনাক্ষী সিন্হা ও জাহির ইকবাল। বিয়ের সপ্তাহখানেক পরেই হাসপাতালে গিয়েছিলেন তারকা জুটি। ছবিশিকারিদের চোখ এড়ায়নি সেই ঘটনা। ছবি ছড়িয়ে পড়তেই খবর রটে যায়, সোনাক্ষী কি অন্তঃসত্ত্বা?
তবে কিছু দিনের মধ্যেই বোঝা যায়, বাবা শত্রুঘ্ন সিন্হা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন। মাস চারেক হল বিয়ে হয়েছে সোনাক্ষী-জ়াহিরের। এ বার জাহিরের ভাগ করে নেওয়া ছবি থেকে ফের জল্পনার শুরু সোনাক্ষী না কি অন্তঃসত্ত্বা?
সোনাক্ষী ও জ়াহির রবিবার একটি দীপাবলির অনুষ্ঠানে যান। সেখানকার সাজের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো এ দিন তাঁরা পোস্ট করেন সমাজমাধ্যমে। সেই ছবিতে দেখা যাচ্ছে সোনাক্ষী একটি লাল রঙের আনারকলি পরেছেন।
তাতে রয়েছে ভরাট কাচের কাজ। জাহিরের পরনে ছিল নীল রঙের কুর্তা এবং সাদা পায়জামায়। কিন্তু তাঁরা যে ভাবে পোজ দিয়েছেন একত্রে তাতেই নাকি নেট নাগরিকরা সোনাক্ষীর বেবি বাম্প দেখতে পেয়েছেন। এ ছাড়াও সোনাক্ষী ঢিলেঢালা আনারকলি পরেছেন বলেই সেই সন্দেহ মাথা চাড়া দিয়েছে।
আর এই নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। অনেকে তো আবার সেই পোস্টে তাঁদের শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি সোনাক্ষী-জ়াহিরের কেউই।
মন্তব্য করুন