নওগাঁর বাণিজ্য মেলা থেকে ফেরার পথে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
রবিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আদমদীঘি উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের নওগাঁ সীমান্তের ২০০ গজ দূরে সান্তাহার রাধাকান্ত হাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঘাতক ট্রাকের চালক নওগাঁ সদর উপজেলার চকজাফরাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর কিংকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোট ধাপ গ্রামের জিয়াউর রহমান প্রামানিকের ছেলে শাহনেওয়াজ প্রামানিক (২০) এবং কাহালু উপজেলার কাজীপাড়া গ্রামের মনজুর আলীর ছেলে মিথুন প্রামানিক (১৯)।
নিহত আল হোসাইনের বেঁচে যাওয়া জমজ ভাই আল হাসান বলেন, ‘আমার ভাইসহ ৯ জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেলযোগে নওগাঁ বাণিজ্য মেলায় এসেছিলাম। মেলা দেখে দুপচাঁচিয়া বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলাম আমরা। এ সময় নওগাঁ-বগুড়া মহসড়কের সান্তাহার রাধাকান্ত হাট এলাকায় ঢাকাগামী একটি বাসকে ওভারটেক করে ওই মোটরসাইকেল।
এমন সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা আমার যমজ ভাইসহ তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে। এ ঘটনায় আমরা দুজন আহত হয়েছি।’
নওগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেনেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুল বারী বলেন, ‘খবর পাওয়া মাত্রই নওগাঁর দুটি ইউনিটের সদস্য ঘটনাস্থলে আসি। উদ্ধার কাজ সম্পন্ন করে আদমদীঘি থানা পুলিশকে লাশ তিনটি হস্তান্তর করা হয়েছে। তাদের সবার বয়স ১৯-২০ বছরের মধ্যে হবে। তারা নওগাঁ থেকে বগুড়ার দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিল। আর ঘাতক ট্রাক নওগাঁর রাণীনগর উপজেলার দিকে যাচ্ছিল।’
ঘটনাস্থলে উপস্থিত সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, নিহত তিনজনসহ অন্যরা নওগাঁ থেকে বগুড়ার দুপাচাঁচিয়া উপজেলার দিকে যাচ্ছিল। এরমধ্যে একটি মোটরসাইকেলে তিনজন ছিল।
তারা আসার সময় একটি ঢাকা কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতায় ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান রবিবার দিবাগত রাত আড়াইটায় জানান, নিহত তিনজনের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ তিনটি তাদের পরিবারের কাছে রাত ৩টার দিকে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ঘাতক ট্রাকের চালক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সকালে তাকে বগুড়ার আদালতে সোপর্দ করা হবে।
মন্তব্য করুন