মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নৃত্য বিষয়ক কর্মশালা

বিনোদন ডেস্ক
  ০৮ জানুয়ারি ২০২৫, ১৪:২২

চাঁদপুরের ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন ‘সপ্তরূপা নৃত্য শিক্ষালয়’। এই সংগঠনটির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের বিনামূল্যে নৃত্য বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫ দিনব্যাপী এ নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হবে । নৃত্য প্রশিক্ষণে ইচ্ছুক যেকোনো বয়সের ছাত্র-ছাত্রী এ কর্মশালায় অংশগ্রহণ করতে পারবে। কর্মশালায় ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণের জন্য ঢাকা থেকে বাংলাদেশে টেলিভিশন ও রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষক মো. ইমরান প্রশিক্ষণ প্রদান করবেন। অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ শেষে পুরস্কার ও সনদ প্রদান করা হবে।

কর্মশালা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।  অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক রহিম বাদশা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাড. সেলিম আকবর, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ জাকির এবং চাঁদপুর থিয়েটার ফোরামসহ সকল নাট্য সংগঠনের সভাপতি ও সেক্রেটারি ও চাঁদপুরের সকল নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও অধ্যক্ষবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মশালায় সাংস্কৃতিক মনা ব্যক্তিবর্গের উপস্থিতি কামনা করেছেন সপ্তরূপা নিত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী ও সভাপতি রোটা. উজ্জ্বল হোসাইন। প্রশিক্ষণ কর্মশালায় নিবন্ধনের জন্য যোগাযোগ করুন : 0191568375, 01687422113

 

মন্তব্য করুন